একই রক্তে গড়া মোরা আমারা দুটি ভাই
মায়ের পেটে জন্ম মোদের তোমায় ভুলি নাই
একই জামা পরতাম দুজন করে ভাগাভাগি
তুমি কেন হয়ে গেলে হঠাৎ করে রাগী ।
বড় আশা করে দিয়েছিল বাবা তোমায় বিয়ে
সুখের সংসার করতে আছো বুজি তাকে নিয়ে।
সমান করে করবো ভাগ অর্থ-সম্পতি আমরা ভাগাভাগি
পরের কথায় করব না ভাই আমরা রাগারাগি।
রক্তের বাঁধন ছিন্ন করে পর মোরা আপন করে
বাঁধবো সুখের ঘর আপন কে করে পর
অতীতের কথাগুলো যখন মনে পড়ে
ভাই যে থাকে হৃদয় জুড়ে ।
মা যে মোদের রান্না করে আনতো কুড়ে ঘরে
খেতাম মোরা একই সাথে বাবাকে সঙ্গে করে
পারবি কি পর করিতে আমায় সজ্ঞানে
দিবানিশি ভাবি শুধু তাই ।