কর্মগুণে ভাগ্যের ফলে পেয়েছি একটি স্বামী
সে যে আমার নয়ন মনি ।
আমার স্বামী মহৎ জ্ঞানী সত্য কথা কয়,
বীর পুরুষের মতো চলে পায়না কোন ভয় ।
সত্য টাকা করে কামাই করে রোজগার
ফুলের মত পবিত্র তার ব্যবহার।
বাবার বাড়ি যায় যখন
পাড়ার লোকে বলে তখন তোমার স্বামী আসবে কখন,
স্বামী যে আমার মনের মতন।
শিক্ষা জ্ঞানে অনেক বুদ্ধিমান
স্বামী যে আমার জানের জান ।
সে যে অনেক পরিশ্রমী স্বামী আমার স্বামী ।
আদর যতন করে আমায় ভালোবাসা দিয়ে
আপন করে নিলো সে যে করে আমায় বিয়ে
বিয়ের পরেই হইলো যে সুখ ভালোবাসা পেয়ে
তোমার আদরেই হবো সুখী তুমিই নয়ন মনি
স্বামী আমার স্বামী।