জন্ম নিয়েছি আজ পুরুষ হয়ে মানুষ কোলে
জীবন গেল শুধু ভুলে ভুলে
পেলাম না তো একটু সুখ
বুক ভরা কান্না ফেটে যায় বুক ।
ছোট থেকে করিলা বড়
বাবা মায়ে কষ্ট করে
তাদের জন্য কিছুই করিতে পারিলাম না অশ্রু শুধু ঝরে ।
আশা করেছিলাম বাধঁবো সুখের সংসার
সুখের সংসার বাধা হলো না তো আর ।
ভাগ্যের এই পরিণতি কষ্ট করিতে হবে যে আমার
সংসারের অশান্তি আর আমি অবহেলিত
স্ত্রীর কাছে পায় না মর্যাদা ।
সুখ বুজি আর হবে না এ জীবনে,
কেঁদে কেঁদে কি চলে যেতে হবে এই ভুবন ।
গঠন করিতে নাহি পারিলাম সুখেরি জীবন
আমার এই হাসিতে সবে হাসে কান্নাতে কেউ নাই ,
স্বার্থপর মানুষ হবো না এই দুনিয়াতে ভাই ,
কেবা দেবে আমায় এক মুঠো ভাত
হাত দিয়ে মুখে তুলে।