আমি খুজি যারে পাই না খুঁজে তারে
সেজে থাকে ছোট্ট ঘরে একলা অচিনপুরে।
তারি কথা মনে হলে অশ্রু শুধু ঝরে।
বুক ফেটে যায় থাকে অন্ধকারে।
কেউ নেয় না তো খবর
সে যে অন্ধকার কবর।
ব্যথায় জর্জরিত হয়ে যখন
ডাকি বাবাকে বাবা আমার
দেয় না সারা অশ্রু দুচোখে।
বুকের ব্যথা বুকে রেখে
ডাকি বাবাকে।
হারিয়ে ফেলেছি আমি
তবু রাখি হৃদয় জুড়ে।