ধনসম্পত্তি সবই আছে অভাব আমার মনে
এত টাকা পয়সা খাবে কোন জনে ।
টাকা পয়সায় নেই অভাব কেন অশান্তি
একটি পুত্র সন্তান হলেই বুঝি পেতাম মনে শান্তি ।
সবকিছু থাকা সত্ত্বেও থাকবে কে অট্টালিকায়
হাহাকার করে মনের ভেতর করি যে হায় হায় ।
মনে হয় আমার বুঝি কিছুই এই দুনিয়াতে নাই ।
একটি পুত্র সন্তান করি যে আশা,চায়না ভাত কাপড়
মরণের পরে যেন রেখে আসে মাটির ঐ ভিতর ।
জীবনের শান্তি আসবেই এতে শুধু ভাবি মনে মনে ।