মাটির খাচায় বসত করে অচিন একটি পাখি
তারে দেখতে চাইলে দেয় না দেখা,
সে যে বলে আমি খাঁচায় থাকি ।
কোন দিনে যেন সে মোরে দিয়ে যাবে ফাঁকি,
বাবা মায়ের চরণ ধুলি আমার গায়ে মাখি।
আর কিছুদিন যেন বেঁচে থাকি,
কে যাবে আগে আবার কে যাবে পরে,
কেউ না তো আমরা জানি ।
চলে যেতে হবে এটা আমরা সবাই মানি
তবু কেন এত মারামারি এত হানাহানি ।
স্বার্থ ছাড়া আর কিছুই না জানি
কি আর হবে বড় বড় অট্টলিকা গড়ে
দুনিয়া ছেড়ে সবাইকে তো যেতে হবে অন্ধকার কবরে ।
পাখি চলে যাবেই একদিন মাটির খাচা ছেড়ে,
আর কোনদিন আসবে না এ মাটির খাচার নীড়ে ।
চলে যাবার কথা মনে হলে দুই নয়নের অশ্রু শুধু ঝরে
চার পায়ের খাটে করে নিয়ে যাবে কবর ঘরে
বাবার কাঁদে ছেলের লাশ,
এতে নেই তো কোনো অবিশ্বাস ।
এই জীবনে শুধু রেখে যাব অবদান দুই নয়নের পানি
দুনিয়ার স্মৃতিগুলো মনে হলে ঝরে দুটি আঁখি ।