একটি কন্যা সন্তান যদি আমার হতো
বাবা বাবা বলে বুকে আমার আসিতো।
মনে চায় কন্যা সন্তান আদর করিতে ,
কবে যে আসবে আমার কন্যা সন্তান বাড়িতে।
পুত্র সন্তান নিয়ে আমি সুখী
তবে মনে হয় না জানি কি একটু আসি দুখি
সব কিছুর আছে প্রয়োজন
যার যা নেই তাই নিয়েই আয়োজন
সুখ দুঃখ নিয়েও মানুষের জীবন ।
যার যা নেই তাই করি সন্ধান
পরিপূর্ণ সুখী কেউ নয় জানো কিনা মন।
কেউ সুখী ধন দিয়ে কেউ সুখী মন কেউ সুখী পুত্র স্বজন
সন্তানের ডাকে সকল পিতার মন ভড়িত
সন্তান কি সুন্দর করে বাবা বাবা বলে ডাকিত ।