শিশুকাল গেল আমার হেলায় হেলায়
কিশোর কাল গেল আমার আনন্দমেলায় ।
যুবক কাল যাবে আমার জীবন বোঝা বাইতে
বৃদ্ধকাল যাবে গো হাটিতে লাঠিতে।
আমি হতে পারব না সোজা
হবো যে সংসারের বোঝা ‌।
ছেলে মেয়ে বলবে আমায় বোঝেনা কিছু
লোক সমাজে হতে হবে মাথা আমার নিচু ।
ভুলের মাঝে কি সাজিয়েছিলাম আমার সংসার
জেনে রেখো সবে করবে না কেউ জীবনের অহংকার।
এই নিয়ে জীবন চলা কেটে যাইতেছে জীবনের বেলা
জীবনের শুরুতেই করবো না ভুল
দিতে হবে না ভুলের মাশুল ।
মানুষ বেঁচে থাকে শুধু আশায় আশায় ।