ওরে সুখী ভাই আমার যে সুখ নাই
তোমার সুখ টুকু দাও নাগো আমায়
সুখ যে বিধাতার দান
আমায় করো না অপমান
আমি যে সুখী ভাবলে কি করে
এই জগত সংসারে
মুখে হাসি থাকলেই কি সুখী বোঝা যায়
সবাইতো এই দুনিয়ায় সুখ পেতে চায়
সুখের দুয়ারে লুকিয়ে থাকে দুখের পাহাড়
কেউ খেতে পায় আবার কেউ খুঁজে পায় না আহার
সুখ নিয়ে যারা করে খেলা
দুঃখ তাদের অবহেলা
একদিন দুঃখই হবে তাদের চলাফেরা
সুস্থ শরীর সরল মন আছে যার
সুখ এসে ধরা দেবে কাছেই তার
একে বলে সুখী আমি নয়তো কোন দুঃখী ।