শেষ দেখা
বেলাল উদ্দীন

এই শেষ দেখা স্মৃতি পটে রেখা
যত ছিল প্রেম প্রীতি,
দূরে যাব প্রিয়া দিলে নাগো হিয়া
গাহিয়া সুখের গীতি।

আরো ভুলে যেও ওগো মোর প্রিয়
পিরিতের যত কথা,
দিয়ে ছিলে কত বেদনার ক্ষত
হৃদয়েতে যথা তথা।

দিও ক্ষমা করে জীবনের পরে
হয়তো আসিবে কেউ?
ভালবেসে তারে রেখ মনোদ্বারে
তুলিয়া প্রেমের ঢেউ।

আমি যেথা যাবো হয়তো বা পাবো
ক্ষণিকের খেলা ঘর,
ভেঙে যাবে তাও উঠে দুখ বাও
বেদনার ধূলি ঝড়।

খুঁজে খুঁজে যায় কোথা নাহি পায়
শত জনমের প্রীতি,
হারায়েছি যারে পাবো নাতো তারে
বহিলাম শুধু স্মৃতি!