সখী রোজ আসো মিটিমিটি হাসো
ভুলাইতে চাও মন,
এসে মম দ্বারে মন ভুলাবারে
করিও না প্রেম রণ!
রূপের ঝলক আঁখির পলক
মন ভুলাইতে চায়!
মিষ্টি হাসির পুলক রাশির
হৃদ-অন্তরে ধায়।
নাই প্রিয়া ধন মানিক রতন
নিত্য অভাব বাস,
তাই আমি সই অন্তরে বই
তোমায় পাবার আশ।
আছে যেইটুক পাই তাতে সুখ
দেব প্রিয়তমা তাই,
চায় যদি মন বিলাস ভ্রমন
ওগো সে ক্ষমতা নাই।
নাই যদি হয় ছেড়ে অভিনয়
তুমি ফিরে যাও প্রিয়া,
দিয়ে প্রেমোআশ করিও না নাশ
এই অভাগার হিয়া।