নয়নে কাজল কপালের টিপ
হরিণীর মত আঁখি,
দেখেছি যেদিন সেদিন সজনী
রেখেছি হৃদয়ে ঢাকি।
টকটকে লাল রাঙানো কপাল
হৃদয়ে কাঁপন জাগে,
ডাগর-ডাগর আঁখির চাহনি
সুখের পরশ লাগে।
হাতে কঙ্কণ কপালের টিপে
অপরূপা এক নারী,
তোমার রূপের অনল শিখাতে
পুড়িয়া মরিতে পারি।
মোহনীয় ওই নয়নের দ্বীপে
বাঁধিব প্রেমের বাসা,
এই দেহমন পায় যদি হায়
মিটিবে মনের আশা।
থাক যদি পাশে অথৈ সাগর
দিতে পারি আমি প্রিয়া,
বাঁচিবার সাধ পূর্ণ হবে গো
শান্তিতে রবে হিয়া।