কাম ক্রোধ লোভ
বেলাল উদ্দীন
যেতে যদি চাও চলে যেও প্রিয়,
সুখ নিয়ে যাও দুখগুলো দিও।
ক্ষতি তাতে কোন নাই,
এই ভোলা মন যদি গো কখন
দিবস নিশিতে করে গো স্মরণ
যদি পারো দিও ঠাঁই।
তাও যদি প্রিয় দিতে নাহি চাও
সুখ যেথা পাও যাও চলে যাও
শুঁকো প্রিয়া অন্য ফুল,
সে ফুলেতে সখী লুকে রবো আমি
সুবাস ছড়াবো দিবা আর যামী
চুষে নেবো পুষ্প মূল।
বলো তবে তুমি কেমনে ভুলিবে
কন্টক গোলাপ গলেতে ঝুলিবে
রাখিবে খোঁপায় তুলি,
এমনি করিয়া শোন ওগো প্রিয়া
ব্যথিবে বেদনা হৃদয়েতে গিয়া
দেখিবে নয়ন খুলি।
তাই প্রিয়া বলি যেও নাগো চলি
জীবনে আসিবে নব নব অলি
দিও নাগো মানকূল,
পাবে যতো তুমি মিটিবে না আশা
কাম ক্রোধ লোভ মোহ ভালোবাসা
জেনে রেখো সব ভুল।