ফুলের গন্ধে
বেলাল উদ্দীন

নিজের বলে তোমার কিছুই
এই ভুবনে নাই,
অট্টালিকা ধন আর দৌলত
সব দিয়েছেন সাঁই।

এই দুনিয়ায় ভালোমন্দের
যেমনটি হোক যার,
সেটাও তোমার কর্ম তো নয়
এই কাজটি'ও তার!

কেউ জমিদার কেউ ভিখারি
কেউ বা মজুদ'দার,
খাবার পেয়েও খায় না কেহ
কার'ও নাই খাবার!

কচুপাতার ঝোল রাঁধিয়া
চায় খেতে কেউ ঝাল,
অগ্নিমূল্যের বাজারে আজ
পায় না গরিব ডাল।

নাই খাবার তো কী হয়েছে
আমার ঘরে আয়?
ফুলের গন্ধের স্বাদ নিবি রে
কাব্য কবিতায়।

পেট না ভরুক যায় কী আসে
বাঁধব সুখের ঘর,
প্রেমপ্রীতি আর ভালোবাসায়
কাটবে জীবন ভর।