দিন বদলের আলো
বেলাল উদ্দীন
কলম হচ্ছে প্রতিবাদের সেরার চেয়ে সেরা,
এই কলম তো ভাঙতে পারে জোরজুলুমের বেড়া!
লেখক কবি সাংবাদিক সব কলমে কাজ করো,
মাথা নত নয় তো কভু সত্যি তুলে ধরো।
কলম হলো অগ্নিশিখার জলন্ত এক লাভা,
অত্যাচারীর বুকে কলম হানতে পারে থাবা!
এই কলমের শক্তি বেশী বুলেট বেগে ছুটে,
লেখার ফলে দূর্নীনিবাজ ধুলোয় যেন লুটে!
লড়তে হবে একসাথে সব এসো কলম সাথী,
স্বচ্ছ সমাজ গড়তে হবে সেই লেখাতে মাতি।
অসভ্যতা দূর করিয়া সুস্থ জাতি গড়ি,
অন্যায়ের পথ রুদ্ধ করে ন্যায়ের মসি ধরি।
চুপ নহে আর গর্জে উঠো আমজনতা সবে,
বুর্জোয়াদের রুখার জন্য যুদ্ধ করতে হবে।
দেশটি সবার নয় তো একার লুটেরাদের জন্য,
তারাই আবার দেশ সমাজে জ্ঞানী নামে গন্য।
কলমলেখক আছেন যাঁরা দেশ সমাজের মাঝে,
অন্যায়গুলো তুলে ধরে লেখি সকাল সাঁঝে।
হয়তো একদিন আসতে পারে দিন বদলের আলো,
মন মননে বিলুপ্ত হোক অসভ্যতার কালো।