বসুধাতে বারি চাই
বেলাল উদ্দীন
বৈশাখ চলে যায় আকাশেতে মেঘ নাই,
গরমের তাড়নায় দেহ শুধু ঘামে তাই।
মাঠে ঘাটে পানি নাই গনগনে রোদ্দুর,
তেষ্টায় ছারখার মেঘরাশি কতদূর!
ষড়ঋতু নাই আর মরুভূমি মনে হয়,
কেমনে বাঁচিবে লোক ভেবে তাই লাগে ভয়!
পশুপাখি জল বিনে করে তারা হাহাকার,
কিষাণ কিষাণী কাঁদে মরে যাব এইবার।
চাতক চাতকী তারা আকাশের পানে চায়,
দাও প্রভু বারি দাও তা না হলে প্রাণ যায়!
সূর্যের খরতাপে চৌচির ভূমিতল,
প্রাণীকুল চায় প্রভু ধরণীতে দাও জল।
গগনতে চেয়ে দেখি নাই সেথা মেঘরাশি,
গনগনে সূর্যটা ছুটে চলে হাসিহাসি।
সাদাকালো মেঘ যদি ভাসে কচিৎ আকাশে,
নিমিষেই মিশে যায় বৈশাখের বাতাসে।
দয়াময় প্রভু আজ বসুধাতে বারি চাই,
তুমি বিনে আপনার কে আছে জগত সাঁই?
দাও করে ভূমিতলে বারিধারা বর্ষণ,
বাঁচিবার তরে ভূমি হবে তবে কর্ষণ।