প্রতিদিন ধরাতল ঝরে কতো ফুল ফল
অজানায় থাকে কতো নাম,
কেহ যায় কেহ আসে এভাবেই ধরা সাজে
জীবনের নাই কোনো দাম।
বনফুল ফোটে যতো যায় ঝরে অবিরত
প্রকৃতির নিয়মের খেলা,
তার মাঝে মানবেরা মমতায় আছে ঘেরা
ছুটে চলে জীবনের ভেলা।
আঁধার গলির মাঝে সকাল দুপুর সাঁঝে
ফুল ফোটে ঝরে যায় রোজ,
আসে না খবরে তাই বলার তো কেহ নাই?
কেউ তার রাখে নাতো খোঁজ।
যাওয়া আসা আদিকাল ডাকে ওই মহাকাল
এই হলো প্রকৃতির রীতি,
তাই এই ধরাতলে ভাসিও না আঁখি জলে
রেখে যাও ভালো কিছু স্মৃতি।
জনমে মরণ আসে কেহ কাঁদে কেহ হাসে
এভাবেই শত যুগ যায়,
নবরূপে ধরনীতে ফুল ফোটে রজনীতে
ভোর হলে কিছু ঝরে হায়।