বিচার কোন নাই?
বেলাল উদ্দীন
ভাবছো তুমি অমর রবে
অপরের ধন লুটবে সবে
বিচার কোন নাই?
গায়ের জোরে চলছো তুমি
নাই বিপদ তাই আছো ঘুমি
দেখছে সবাই তাই!
কায়দায় ফেলে লুটছো টাকা
পকেট লোকের করছো ফাঁকা
দুঃখ তারা পায়,
যে বুঝেছে দুখের জ্বালা
আসবে একদিন তোমার পালা
এই ভুবনের ছায়।
ক্ষমতা আর টাকার নেশা
এইতো হলো তোমার পেশা
পাওনি কভু দুখ,
নামবে যেদিন নিকষ কালো
দেখবে না আর সুখের আলো
থুবড়ে পড়বে মুখ।
অমর ধরায় রয় না কেহ
থাকবে পরে অসার দেহ
বাঁচবে ক'দিন আর!
লুটের টাকায় কিনছো গাড়ি
দেশ বিদেশে করছো বাড়ি
হিসাব মিলাও তার!