বিধাতার রীতি
বেলাল উদ্দীন
বিধাতার রীতি মেনে মানবেরা আসে,
দুনিয়ার রঙরসে সকলেই ভাসে।
কবর চিতায় যাবে আসিলে মরণ,
ভালো যদি করো লোক করিবে স্মরণ।
স্বজনেরা আহাজারি করিবে তখন,
ভালো কাজ প্রতিবেশী করিবে কথন।
কাঁধে তুলে নিয়ে যাবে কবর শ্মশান,
শেষ হবে দুনিয়ার দেমাগ মোশান।
মহাকাল তলে তুমি রবে পড়ে একা,
আপনার জন কেহ করিবে না দেখা।
পুণ্যের কাজ যদি করে যাও ভালো,
আঁধারের মাঝে তুমি পেতে পারো আলো।
রীতিনীতি মেনে কাঁদে স্বজনেরা হায়,
আপন স্বজন ছাড়া বাঁচা বড় দায়।
তবুও তো যেতে হবে মহাকাল তলে,
লাভ হবে না কিছুই নয়নের জলে।
শোন ওরে নরাধম ভালো পথে চল,
ঠকবাজি ছেড়ে দিয়ে ভালো কথা বল।
মরণের পরে যদি চাও তুমি সুখ,
চালবাজ ছেড়ে দাও থাক যতো দুখ!