এসেছে ফাগুন লেগেছে আগুন
সব মানুষের মনে,
ফাল্গুনী বায় সারাদিন ধায়
সমীরণ ক্ষণে ক্ষণে।
শিমুলের বনে বসে একমনে
ধ্যান করে যায় কবি,
ভাবনার বশে হৃদয়ের রসে
এঁকে যায় কত ছবি।
রঙের বাহার ফাগুন তাহার
আবীর মেখেছে অঙে,
অলিরা মেতেছে কোকিলা সেজেছে
নানান রঙের ঢঙে।
ফাগুনের গান করে কলতান
জেগেছে কাঁপন প্রাণে,
প্রেয়সীর হিয়া উঠেছে মাতিয়া
ডাকিতেছে গানে গানে।
ভোমরার দল করে কলকল
সারাদিন মধু খোঁজে,
প্রেমের পরশে ফুলের পরাগে
আয়েশেতে চোখ বোঁজে।