তুমি নেই বলে,
তোমার স্মৃতি মনে করে
বুক ভাসে ব্যথার জলে।

তুমি নেই বলে,
বন্ধী আজো হৃদয় আমার
তোমার প্রেমের মায়া জালে।

তুমি নেই বলে,
আমার সুখের সূর্য উঠে
ভীষন মেঘের আড়ালে।

তুমি নেই বলে,
স্তব্দ নিঝুম রাতে
নীরবে নীরবে ভাসি চোখের জলে।


তুমি নেই বলে,
এক প্রশ্নের জবাব খুঁজি
কেন গেলে আমায় ভুলে।

তুমি নেই বলে,
ঘুরে ফিরে প্রতিনিয়ত
জীবন পড়ে ব্যথার কবলে।

তুমি নেই বলে,
জীবন পুড়ে,পুড়ে  ছাই
তোমার দেওয়া দাবানলে।