তুমি নেই বলে,
বিরহের আগুনে সারাক্ষণ
একাকী আমার মন জলে।
তুমি নেই বলে,
হয়েছে ব্যথার নদী
আমার দু চোখের জলে।
তুমি নেই বলে,
অবিরত পুড়ছি আমি
ব্যথার দাবানলে।
তুমি নেই বলে,
সেই পথের বাঁকে
হয় না আড্ডা রোজ বৈকালে।
তুমি নেই বলে,
হয় না ঘরে ফেরা
আগের মত সন্ধ্যা হলে।
তুমি নেই বলে,
ডাকে না কেউ কাছে
অভিমানে দূরে গেলে।
তুমি নেই বলে,
সুখের পৃথিবী আমার
চলে গেছে ব্যথার দখলে।
তুমি নেই বলে,
নিঃসঙ্গ করেছে আমায়
এক এক করে সকলে।