আমার মত এখন খেয়াল,কে রাখে তোমার
তুমি এখন বুকের মাঝে,আঁকছো ছবি কার
বাঁশ বাগানে তুমি এখন,জোনাক জলা রাতে
মিটি মিটি তারার আলো,দেখ কার সাথে
কার বুকে মাথা রেখে,এখন তুমি ঘুমাও
আমার মত সেই বুকে,সুখ কি খুঁজে পাও
কার আকাশে উরে এখন,তোমার প্রেমের ঘুড়ি
কে করেছে মায়া দিয়া,তোমার হৃদয় চুরি
আমি এখন তোমার কাছে অচেনা যুবক
তুমি হলে কার নাটকের ছদ্ববেশী লেখক
তুমি ডাকলে এখন আমার মত,কে ছুটে আসে
আমার মত এখন তোমায় কে ভালবাসে
কে বা এখন আমার মত,তোমার খবর নেয়
কে বা এখন তোমার চোখের,অশ্রু মুছে দেয়
তুমি এখন স্বপ্নে যাও, কার ঘুমেরি ঘরে
মিশে আছ তুমি এখন কার হৃদয়টা জুরে
আমার চেয়ে সে কি তোমায়,অনেক ভালবাসে
তুমি দুঃখ দিলে আমার মত নীরবে কি হাসে
আমার মত এখন কে,তোমাকে হাসায়
কে তোমাকে আমার মত,আনন্দে মাতায়
কার সাথে তুমি এখন করো অভিমান
কে ভাঙ্গায় তোমার রাগ,ধরে দুই কান
খুব আদরে এখন কারে,অসাড় তুমি পারাও
কার পরশের কামনাতে,দু হাত এখন বাড়াও
ঘুম ভাঙ্গে এখন তোমার,জানি না কার ফোনে
তোমার নামের রিংটন বাজে,এখনো আমার মনে
আমি এখন তোমার কাছে,অচেনা যুবক
নষ্ট মেয়ের গল্প লেখার,ছদ্ববেশী লেখক।
নামের পাশে তুমি এখন কার নামটা লেখ
কারে নিয়ে তুমি এখন রঙিন স্বপ্ন দেখ
আমার মত সে কি তোমায়,নজরে রাখে
আদর করে পাগলী বলে,রাগলে তোমায় ডাকে
তোমার বুকে আমার ছবি নাইতো বলে রাখা
পড়ল এখন আমার আকাশ,ভীষন মেঘে ঢাকা
তোমার কাছে আমি এখন অচেনা যুবক
ভাল থেক গল্পটার সত্যি কারের লেখক