স্বচ্ছ নীলাম্বর আজ কালো মেঘে ঢাকা
মুক্ত হৃদে সেথা আর উড়ছে না পাখি,
রঙিন প্রজাপতির ভেঙে গেছে পাখা
বিদায়ের বেদনায় অশ্রুসিক্ত আঁখি।
এই তো ক'দিন আগে তোমাদের সাথে
হাস্যোজ্বল মুখে থাকা ভালোবাসা প্রীতি,
ঘটেছিল পরিচয় শুভ এক প্রাতে
সময়ের ব্যবধানে সবি আজ স্মৃতি।
একসাথে খেলা-পড়া, খোশালাপ ভোজ
রসিকতা, হাসি, গানে জমে মজলিস
এখানে সেখানে হতো ঘোরাঘুরি রোজ
বিচ্ছেদ বিরহে পুড়ি...। করি শুভাশিস_
স্বাচ্ছন্দ্যে দিও গো পাড়ি জীবনের সাঁকো
হাসিমুখ কভূ যেন নাহি হয় কালো,
যেখানেই থাকো বন্ধু, যেখানেই থাকো
সুখে থেকো সকলেই, ভালো থেকো ভালো।