ধুষর মরুর উষার বুকে
বিশাল যদি শহর গড়ো
তার চাইতে একটি জীবন
সফল করা অনেক বড়ো।

বাঁধ ভাঙ্গা নদীর ডেউ
ডিঙিয়ে তুমি যেতে পারো,
একটি মুখে হাসি ফুঠানো
তার চেয়ে কঠিন আরো।

সদুর আকাশ ছুতে যাওয়া
ভাবছো তুমি যতই কঠিন,
একটি মনের ভাষা বুজা
কঠিন আরো সীমাহীন।


সাধন করে আনতে পারো
তোমার বশে হিমালয়,
তার চেয়ে অনেক ভাল
জয় করা  একটি হৃদয়।


প্রচুর জ্ঞ্যানে মগ্ন ধ্যানে
না, ফুটিয়ে পাথর ফুল,
সফলতা দেখাও তোমার
শুদায়ে কারো একটি ভুল।