আমি অবাক বিস্মিত হই,দেখে মানুষের কারবার
কি করে মানুষ ভাঙ্গে, মানুষের বিশ্বাস বারবার
আমি তো অবাক হই,মানুষের স্বভাব দেখে
মানুষের কত ছবি,অমানুষ রুপে রেখেছি একে।
আমি চমকে উঠি,দেখে মানুষের ভেতরের রুপ
সব ছেরে তখন একলা থাকি,হই নিশ্চুপ
সত্যি অবাক হই শ্রেষ্ঠ জাতির বিবেগ দেখে
কেবলি মানুষ ওরা,হায়নার মুখটা রেখেছে ঢেকে।
আমি অবাগ হই দেখে মানুষের শিষ্টাচার
মানুষ কিভাবে করে মানুষের সাথে এত র্দুব্যবহার
আমি স্তব্দ অবাক হই,দেখে মানুষের চিন্তা শক্তি
কেন? কিভাবে মানুষ করে মানুষের ক্ষতি।
অবাক হই দেখে মানুষের বানানো সমাজ ব্যবস্থা
কি করে রেখেছে ওরা নিরীহ মানুষের অবস্থা
আমি যত মানুষ দেখি,ততই অবাক হই
আমরা মানু বটে,সত্যি মানুষ কখনো নই।