চঁন্দ্র যেমন করে জোৎস্না ছড়ায়
সূর্য যেমন করে আলো বিলায়
আমার এই মন যেন,তেমন করে
প্রভু তোমার প্রেমেতে জরায়
আমার এই মন যেন,পাগল হয়ে
রাসূল তোমার প্রেমেতে হারায়।


দিনের শেষে যেমনি,রাত আসে
দূর আকাশে যেমনি তারারা হাসে
আমার এই মন যেন,তেমন করে
প্রভু তোমায় শুধু ভালবাসে
আমার এই মন যেন,ব্যাকুল হয়ে
রাসূল তোমায় শুধু ভালবসে।


পাহাড় যেমনি করে,ঝর্না জরায়
শিশির যেমনি করে,পদ্ধ ফুটায়
তোমার প্রেম যেন,তেমন করে
থাকে প্রভু আমার রক্ত কনায়
আমার হৃদয় যেন,হয় উতলা
রাসূল তোমার ভালবাসায়।

যেমনি করে হয়,দিন থেকে রাত
আবার যেমনি আসে ফিরে প্রভাত
আমার এই মন যেন,তেমন করে
পায় যেন প্রভু তোমার প্রেমের স্বাধ
আমার হৃদয় যেন পায় রাসূল
তোমার ও ভালবাসা,ঈমানের স্বাধ।