তুমি ছাড়া মা পৃথিবীতে
নিজেকে ভীষণ একা লাগছে যেন,
আগের মত তুমি প্রতিটি রাতে
ঘুমের ঘরে আর আসনা কেন,,
তোমায় ছেড়ে,কেমন করে
ভূলোকে একা বলো বাঁচি,
তোমার স্মৃতির কারাগারে
আমি সদা বন্ধী আছি।


আমার মত এমন কঁপাল পোড়া
কে আছে আর দুনিয়া জুরে,
মায়ের জানাজা হয়নি নসিব
রেখেছে ভাগ্য অনেক দূরে
আমি কেমনে তোমাকে ভুলে যাই
তোমার স্মৃতি আমার হৃদয় জুরে,
মা তুমি বিহনে আমি বড় একা
তোমায় ছেড়ে থাকি,কেমন করে।


মা,তোমার আদর,মায়া,মমতা
কোথায় গেলে আর,বলো পাব,
ব্যথিত হৃদয় নিয়ে কার আঁচলে
এখন আমি প্রাণ জুরাব,,
তুমি ছারা দেখি,আমার পৃথিবী
শুধুই আঁধার কালো,
মা-তোমায় ছেড়ে,বলো কেমন করে
আমি একা থাকি ভাল।