এখনো থর থরে কাপে হৃদয়
অশ্রু ফোটা জমে চোখের কোণে,
ভয়াল সেই কাল রাত্রীর
মায়ের কাছে গল্প শুনে,,
দেখেছি মায়ের চোখে সিত্তজল
স্তব্ধ আমার শান্তনার ভাষা,
হায়নারা মা-বোনের রক্তচোষে
মিটিয়েছে পানির পিপাসা,,
সেই নির্মম কাল রাত্রী,
ভুলেনি আমার,তোমার,সবার জন্মদাত্রী।

শহরে গ্রামে,প্রতিটি ঘরে
হায়নারা করেছিল আক্রমন,
মা,বোনের উপরে,রাতের আঁধারে
করেছে তারা অভিচার নির্যাতন,,
এমন কথা শুনে,বিবেগ শিহড়ে উঠে
চেতনায় রক্ত করে টগবগ,
মায়ের কানে এখনো ভাসে
রক্তচোষারা দরজায় করে ঠক ঠক,,
সেই নির্মম কাল রাত্রী
ভুলেনি আমার,তোমার,সবার জন্মদাত্রী।


মা,বল্ল খোঁকা,তর বাবাকে
হায়নারা নিয়েগেছে কাল রাত্রিতে,
আসেনি তর বাবা,এখনো খোঁকা
সেই ভিবৎস কাহীনি বল্ল মা,কাঁদিতে,কাঁদিতে,,
আমি আর পারিনা দেখিতে
মায়ের বুক ভাঙ্গা কান্না,
কতটা ছিলার ওরা,মনুষ্যত্ব বিবেগ হীনা
২৬ শে মার্চ সেই কাল রাত্রী
ভুলেনি আমার,তোমার,সবার জন্মদাত্রী