বউয়ের জ্বালা বড় জ্বালা
সে বুজে যে পুহায়
অধিক পুরুষ জিন্দা মরা,বউয়ের যন্ত্রনায়।
বউ দেয় জ্বালা,তবু বালা
আধেক পুরুষের কাছে,
সেই পুরুষ বউয়ের,আঁচল ধইরা বাঁচে।


বউয়ের জ্বালায় কত পুরুষ
ঘর ছেড়ে পালায়,
দুখের বৃন্দাবনে গিয়ে কপালে হাত চাপায়।
কি করবে সে পায়না ভেবে
গিয়ে ও বৃন্দাবনে,
মরদ ভাবে দরদ নাইরে,সব বউয়ের মনে।
কে কয়রে বউ বালা,কোন শালা
বউয়ের গুন গায়,
আমি তো বাঁচিনা,আমার বউয়েরি জালায়।


কাজে,কর্মে,হাট বাজারে স্বামীর মূল্য নেইতো
বর্তমানে বউ দ্বারা,স্বামী নির্যাতিত
বউ দেয় যত জ্বলা
তবু পড়ায় বউয়ের গলায় পিরিতের মালা
বউ প্রিয় মানুষের কাছে বউ বেশী বালা


হাজার টাকা লইয়া বউয়ে মার্কেটে যায়
দশ টাকার জিনিষ কিনে একশত টাকায়
কিছু কইলে ভাত রাধেনা,কি করি নিজে
টাকা কামাইতে কষ্ট কতো বউয়েরা কি বুজে
বউয়ের জালায় জীবন অনেক
হইছে ফালা ফালা,
বউ পাগল বলে বেশী,বউ অনেক বালা
আমার কাছে বড় বেশী,বউয়েরি জ্বালা।