অগুনের দেশ,বাংলাদেশ
আগুনে পুড়ে, সব কিছু শেষ
আজ এখানে,কাল ওখানে
লাগছে রে ভাই আগুন
কলকারখানা, বাড়ি নির্মানে
এবার নীয়ম নীতি মানুন।
অগুনের শহর ঢাকা শহর
মানুষকে আগুন করছে আদর
পুড়াই করছে ছাই,
বলছে আগুন, জলব দিগুন
আমার থেকে কারো রক্ষা নাই,,
হও হুশিয়ার,কলকারখানার
বাড়ির মালিক সবে,
অমানুষ গুলো মানুষ হলে
ছাই হওয়া থেকে বাঁচবে মানুষ তবে।
বাংলাদেশের সব নেতারা
দেখছি দরবেশেরি বেশে,
তীব্র নিন্দা জানায় তারা
আগুন নেবার শেষে,,
সব নেতারা খাচ্ছে টাকা
আইন করে না পাশ,
সব মানুষের হেয়ালি পণায়
মানুষ পুড়ে হচ্ছে লাশ।