আকাশের মত নীল যদি তুমি হতে,
নদীর মতন যদি ভেসে গিয়ে স্রোতে
অজান্তে হারিয়ে জেতে অন্য নদী তটে
দূরে বহুদূরে কোনো দ্বীপের নিকটে;
তবে তো ভাবতাম তুমি আকাশ বা নদী
তুমি তো তা নও তুমি অন্য জলদী।

ঝর্ণার মত যদি হতে চঞ্চলা;
তবে বুনো হরিণ তোমায় যেত বলা।
নেমে যেতে ছুটে পাহাড়ের বুক ছুয়ে
বনের বাহিরে এসে থাকতে শুয়ে শুয়ে,
ভাবতাম তোমায় হরিণ কিংবা ঝর্ণা কোন
তুমি তো তা নও তুমি তারও চেয়ে বুনো।

বাশিঁর সুরের মতো মোহনীয় হলে,
তেমায় ডাকতাম আমি ফুলের গন্ধ বলে।
নিশিরাতে শোনা যেত বিরহের গান
বাতাসে ভাসতো হয়ে ফুলের অভিমান,
ভেবে নিতাম তবে তুমি ঘ্রাণ অথবা সুর
তা নও বলেই করে গেলে হৃদয়ে ভাংচুর।