তুমি এলে আকাশ সাজে রামধনুর শাড়ি পড়ে
প্রভাত হয় কোলাহল মুখর পাখির কলতানে
জ্যোৎস্নার চাঁদোয়া সারা গায়ে মাখে প্রকৃতি;
উন্মত্ত অধীর নদী বয় ঝির ঝির প্রবাহে
বিষণœ রজনীগুলো এখানে হয় তৃষ্ণার্ত ॥
সর্ষের ক্ষেতে যেমন গুঞ্জন করে ভ্রমর
তেমন পদচলা তোমার
লাল দোপাট্টা উড়িয়ে আমার নীলাঙ্গনে;
বহুদূর পাহাড়ের গায় যেমন চুমো খায় মেঘ
তেমনি আমার আরাধনা সুদূর প্রণয়ে
যেন কান পাতলেই শুনি তোমার হাসি বাতাসে
খুঁজে পাই পরিচিত কোন ব্যথা হৃদয় মর্মরে।
তুমি হেসে ওঠো মিটিমিটি তারার ন্যায়
জড়াও তোমার যৌবন নীল বসনায়
যেখানে হোচট খাই আমি, হোচট খায় আমার স্বপ্ন ॥
কি বিচিত্র তুমি আর প্রকৃতি-
যেন কতোদিনের সখ্যতা দু’জনার
রহস্যময় পদযাত্রা এখান হতে ওখানে
কেবল পরিবর্তীত হও সূর্যাস্তের ন্যায়
যার মাতাল স্পর্শে চুরি যায় হৃদয়
চুরি হয় সাজানো যতো উম্মাদনা
আর পড়ে থাকে আমার নিস্ফল সঞ্চয় ॥