কতোবার- কতো!
-শাহ্জাহান মানিক
কতোবার ঘুমের বিভোরে আমি দেখেছি স্বপ্ন
কতোবার হৃদয়ে গড়েছি সাম্রাজ্য
কতোবার যে আমি চেয়েছি তোমায়
চেয়েছি কতবার বাসতে কতো ভাল
কতোবার হয়েছি বিভ্রান্ত
খুঁজেছি কত নিয়ন আলোর রহস্য।
কত পরিচিত পথে চলতে চলতে
কতোবার হারিয়েছি পথ
কতোবার গহীনতা মাপতে মাপতে হৃদয়ের তোমার
করেছি কত স্পর্শ মন-
তোমার শীতল দু’চোখে প্রাণ আনতে
কতোবার নীরবে ঝড়িয়েছি অশ্রু কতো
হয়েছে কতো বর্ষণ।
কতোবার বদলেছো তুমি বদলেছি আমি
কতোবার করোছো তছনছ,
কতোবার কতো অনিশ্চিয়তায় গেয়েছি গান
কতো প্রনয়ের পতনে এনেছি প্রাণ-
কতোবার আর কতোবার কত
‘দীর্ঘশ্বাস’ কতো সময় শুধু বয়ে যায় ॥