ইদানিং মাঝে মাঝে আমি
ইনসমনিয়াতে আক্রান্ত হই
নির্ঘুম রাতে প্রায়শ:ই এসে উঁকি দেয়
যতোসব অজগর....
আর তখন! অবলীলায় দু’টি পাতা বন্ধ করে
খুঁজে ফিরি তোমার স্নিগ্ধ মুখ
কেননা এর আগেও যখন একটা নির্ঘূম রাত
আমি উপহার পেতাম
তার সারাটা প্রহর জুড়ে থাকতো
তোমার অস্তিত্ব
আর আজ- সেখানে বাঁধে বাসা
অজগর যত্তো...
প্রতিটি প্রহর মনে হয় যেন নরক অভিশাপ
লাল-নীল প্রহরগুলো যন্ত্রনায়
দাউদাউ করে গ্রাস করে আমায়।

ভাবি! খুব ভালই ছিল সে সব দিনগুলি
যখন ছিলে তুমি আমার ঘুমপাড়ানি।