একটা চিঠি পেলাম অবশেষে
বহুদিন পর
একটা চিঠি পেলাম তোমার নিজ হাতের
একটা চিঠি যার পরতে পরতে মাখা
সুবাস- তোমার হৃদয়ের ॥
গ্রীষ্মের দবদাহ শেষে যেমন বর্ষা আসে
যন্ত্রণার দগ্ধতা শেষে যেমন আসে স্বস্তি
যেমন তৃষ্ণার্ত পথিক কাতর জল তৃষ্ণায়
তেমনি একটি চিঠির জন্যে বড় বুভুক্ষ আমি
বড় অপেক্ষায়-
একটা চিঠি ভীষণ প্রতীক্ষার নীল খামে ভরা
একটা চিঠি যার রঙ্গিন ক্যানভাসে আঁকা
বর্ণিল শত ছবি ভালোবাসা ॥
এখন বর্ষা নামে হৃদয়ে বসন্তের আগমনে
এখন রাত্রিগুলো উথাল-পাতাল স্বপ্নের বুননে
এখন রিক্ত আমি পূর্ণ ভালোবাসার সম্পত্তিতে ॥
এ আমার সম্পদ, নয়, নয় সম্পত্তি
আরো কিছু বেশি
এ আমার নয় শুধু ভালোবাসা
হৃদয়ের স্পন্দন যেন দূর আকাশের তারা,
তোমার দীর্ঘ চিঠি-
অবশেষে পেলাম বহুদিন পর অপেক্ষার;
একটা চিঠি পেলাম তোমার নিজ হাতের,
একটা চিঠি যার পরতে পরতে মাখা সুবাস তোমার
একটা চিঠি শুধুই কথকথা ভালোবাসা দু’জনার ॥