আমর হৃদয়ে জাগে এ কোন আলোকধারা সদা
যেন এক পরিপূর্ণ মানুষ আমি
যেমন উঠে আকাশে রামধনুক বর্ণালী-
যেন প্রণয়ের বাণে আজ যাত্রা শুরু
বুঝি তার স্পর্শে উতলা এ প্রাণ
বাজায় অহর্নিশ অন্তরে ডামাঢোল দুরু দুরু ॥
অত:পর যখন এ বসন্তের তিরোধান হবে
হবে এ আনন্দ ধারার অবসান
এবং এই পরিপূর্ণতার আবিশ সারা হলে অবশেষে
দিও আমাকেও যেতে তার সাথে চলে ॥