দুগ্গা মায়ের দশটা হাত
আমার মায়ের দুটো
কেউ ভেবোনা মা আমার
দুগ্গা চেয়ে খাটো।
দুটো হাতই দশের সমান
আমার মায়ের জেনো
বুঝবে না কেউ দেখলে তাকে
তিনিই শক্তি রুপেন।
সূর্য ওঠার আগে ওঠে
আমার মা রোজ
মাঝ রাতেও কাজ দু'হাতে
বাড়িতে রোজই নওরোজ।
আমি মায়ের লক্ষী মেয়ে
কেন যে মা বলে
আমার মাঝে লক্ষ্মী কোথায়
মা খুঁজে পেলে!
মায়ের গলায় বিরাজ করেন
স্বয়ং মা সরস্বতী
তবু মায়ের গাইতে মানা
কারও নেই সম্মতি।
মায়ের মতো আমার কন্ঠ
তাইতো মায়ের আশা
আমার গলায় বাঁচবে মা
মায়ের আছে ভরসা।
এবার পুজোয় আমার গান
বাজবে শহর-গ্রামে
আমায় চেনার আগে মাকে
চিনো মায়ের নামে।
দুগ্গা আমার মায়ের নাম
আমার নাম রমা
মনে রেখো তোমরা সবাই
ডাক নামটি উমা।