সূর্য ডোবা সন্ধ্যা আকাশ
বাদুড় ডানায় রং হারায়
ভোরের আলোয় রাত ফুরোলে
ফেরে আবার স্ব-মহিমায়
বর্ণ ভেদি মানব জীবন
সেলাই করে দুঃখ-সুখ
রক্ত ওমে আপন হৃদয়
হাটের চালায় দরাজ বুক
শরীর ছুঁয়ে মৃত্যু বাঁচে
শব্দব্রহ্ম দাঁড় ও পাল
ভাঙ্গা গড়া দ্বৈত শাসন
আজ যা আছে থাকে না কাল
কথা যেদিন পড়বে ধরা
শুনবে না কেউ মিথ্যা ভাষণ
সূর্য রোজই ডোবে ওঠে
সবার কি হয় দেখার মন
শহর ঘেষা পুরুষ-নারী
চোখের নেশায় সুখের দিন
পিচ রাস্তার নিয়ন আলো
রাতের চেয়ে আরও কঠিন।