স্মৃতি টুকুই সম্বল।
ঘর বাড়ি চিলেকোঠা যা কিছু
স্থাবর-অস্থাবর মনে হয় তুমি।
মাঝে মাঝে ঘুম ভেঙে যায় অন্ধকারে
দেখি নিজের হাতে সরিয়ে দিচ্ছো
এই জন্মের সমস্ত ব্যথা
বুঝে নাও না বলা কথাদের।
ছলকে উঠি ভিতর ভিতর
তারপর নতুন সূর্য আলো নিয়ে এলে
লম্বা ছায়া আমার সামনে দাঁড়ায়
অসহায় শূন্যতা আপাদমস্তক।
কাকভোরে যারা রোজ গান দিয়ে
আকাশ ধুয়ে দেয় তারা চেনে শুধু
তোমার হাতের তালু
কেমন করে উঠোনে ছড়ায়
রাশি রাশি সোনা রোদ্দুর
গীতবিতানের মতো।