শুনেছো কী কখনও গাছেদের কান্না
ভালোবেসে দেখেছো কী কোনদিন
তরু-লতা গাছ পাখি
মাটির পৃথিবীতে কত পরাধীন!
লোভী যত মানুষের দল
রাত দিন একসাথে জোটে
গাছ কাটে পাখি মারে
বাঁকা পথে উল্লাসে ছোটে
দেখেছো কী পাখিদের মান-অভিমান
শিল্পী ওরা কবিতা সমান
আজীবন গাছ বাঁচায় প্রাণ
ভিতরে বাইরে দেবতা সমান
গাছ পাখি মেঘেরই মতন
দুঃখ চেপে খুশি সারাক্ষণ
মেঘ তবু রাগে মাঝে মাঝে
কর্মব্যস্ত গাছের জীবন
রা নেই নীরবতা সম্বল
খায় মুড়ে ছাগলের দল
থাকলে কথা বুঝতো সবাই
ব্যর্থ হত সব কৌশল
নেই শুধু নড়াচড়া
আছে বাঁচা আছে মরা
কচিকাঁচা কক্ষনো ভুলোনা তোমরা
গাছেদেরও আছে যে প্রাণ ভোমরা।