সৎ জীবন বড্ড ভয় জন্ম দেয় আজকাল
আগে এমনটা ছিল না  ছায়া ঢাকা মুখ বোকার তকমা মন্থর চলন না বোঝা চাউনি এসব শুনে শুনে খাঁচার পাখির মতন ডানা ঝাপটায় মন
অথচ গাছ রাস্তার কুকুর  অদূরে মগডালে বসা লম্বা লেজঅলা পাখিটা দেখে তুমি  কুয়াশায় ঝাপসা হয়ে
যাও দিনের আলোতে---
অবাক হই তোমার দিনরাত দেখে
ছলে আর কৌশলে ভালোবাসা তোমার অবিশ্বাসের অন্ধকার
ঘোষণা করেছো মৃত।
ঐ দেখো মানুষটাকে---
মনে পড়ে কেমন দুলকি চাল নিয়ে বাড়ি ফিরতো
আগুন নির্জন দুপুরে ভেজা শরীরে
তারপর--

বাতাস একটা ভুল প্রেমের কবিতা শুনিয়ে উধাও
তবু আজও
তোমার গন্ধ বাতাসে অনুসরণ করে নিজের মধ্যে নিশ্চুপ থেকে সর্বনাশের মাঝখানে দাঁড়িয়ে একা একা ভাবি
মরিনি আমি আমার অস্তিত্ব মরেনি!
তবু কেন জীবনটাকে অমনোনীত কবিতা বলে মনে হয় আজকাল
মনে হয় যদি গাইতে পারতাম ছুটন্ত ট্রেনের গান পারতাম হতে ভুতুম ভগবান---