কিশলয় ছোট নয়
মিথ্যে নয় সবুজের ঘ্রাণ
ক্ষুদ্রের অধিকারে বাঁচা
মৃত্যু শিয়রে টানটান।
তবু দৃঢ় শক্তি বল
'শিকড়ে ভাবী অরণ্য চেতনা'
চলনেই সুপ্ত আছে প্রাণ
গমনে নেই লেনাদেনা
শত্রুপক্ষ আসে ধেয়ে
সংকট সম্মুখে বারবার
সংকল্প শিরায় ছোটে
স্বপ্ন জিয়ানো হৃদয়ে বাঁচার।
আসে ঝড় খাটো হয়
সূর্য প্রত্যক্ষ সাক্ষী তারও
তুচ্ছ নয় তাই ক্ষুদ্রের
পরাজয় অসাধ্য বিধাতারও।
আশৈশব বুঝিনি জোয়ারভাটা
কতই না অসাড় আমি
মাটির পৃথিবীতে বৃক্ষ-চাষী
সূর্য বুকে রাখে পটভূমি।
------------:------------