(১)

দাঁড়িয়ে আছে সৃষ্টিমুখ বাঁকেবাঁকে আকন্ঠ অন্ধকার লড়াই-এ জোনাকি চেষ্টা তার আলো ফেরাবার
তারায় তারায় গাঁথা পৃথিবীর বাঁকা শিরদাঁড়া
ভূগোল ঘুরছে নক্ষত্র পথে  বিস্ময় সবার।

                               (২)
শব্দ এসে জড়িয়ে ধরে আপাদমস্তক
বাঁশি বাজায় বাতাস। প্রণয় শোক।
মাটিতে প্রোথিত রথের চাকা ওঠায় কর্ণ
নিসর্গ প্রদর্শনী আমরা দর্শক মাটির জাতক।