সবুজ লতায় পাতায়  ঘেরা
আমাদের গ্রাম; আমাদের  বাড়ি
আছে গাছ ফুল পাখি
ছোট নদী নাম সোনাঝুরি।

মাঠ ভরা ধান আছে
আছে পুকুর নদীর মাছ
গ্রাম ঘিরে আছে হাজারও
মাথা  উঁচু করা গাছ।

শাঁখ আজানে আকাশ জাগে
সবুজ বিছানো খেলার মাঠ
গ্রামে বসে শনি বুধে
বিকিকিনির দো'চালা হাট।

নালন্দার মতো গ্রামের ইস্কুল
শীলভদ্র ঘনশ‍্যাম রাধাকিঙ্কর
শিখেছি যতটা বুঝেছে হৃদয়
তাঁরাই ছিলেন শৈশবের ঈশ্বর।

গরুর  গাড়ির লিকের দাগে
মাঠের পথ গ্রামের ঠিকানায়
কর্তা রাখাল গরুর পালের
বন্ধু  হয়ে দিন কাটায়।

পাখির গানে সকাল সন্ধ‍্যা
জাগে এবং ঘুমিয়ে  পড়ে
তরবারি নিয়ে রাতের তারারা
ভালোবেসে গ্রাম  রক্ষা করে।

চাঁদ সূর্য মেঘ আকাশ
গ্রামের পুরুষ গ্রামের নারী
এক প্রকৃতি এক জগত
গ্রাম মানুষের স্বর্গ বাড়ি।

------------:------------