ঘরে ফেরার তাড়া ছুটে যায় পায়ে পায়ে
মেঘলা আকাশ,চঞ্চল বিদ্যুৎ আর ভয়ার্ত পাখি
শোনে গৃহস্থের শঙ্খধ্বনি
রা নেই মুখে
শুধু মন খারাপ করা মুখ
মুখোশের আড়ালে লুকোনোর প্রবল প্রবণতা
মরে বারবার ভয়ঙ্কর জ্বরে
শরীর জুড়ে বৃষ্টি নামে
রোদে হাত পাকায় মেঘ
বৃষ্টি কথা শোনায় গাছ
জীবন বাঁচে অজানা আশঙ্কায়
কতটা সময় পেরোলে থামতে হয়
তার স্বাদ শরীর বোঝে নিজের মতো কোরে!
কথা দিয়ে কথা নেয়;
এক লহমায় মন ঘুরিয়ে সময় নেয় কম
এসব হাতে হাতে মিথ্যে মোড়া ভয়ংকর দিকভ্রম
তবুও ;
বিশ্বাস আছে একদিন সত্যের সঙ্গে দেখা হবে
দাহজ্বর লেগে আছে ধুলোর কণায়
দ্রাবিড় চলন বোঝে কে আসে কে যায়।
ফোঁটা ফোঁটা উষ্ণ নোনাজল মিথ্যে ছোঁয়া মুখে আকাশ-পাতাল হলাহল
এ রাস্তায় ব্যর্থ তুমি তোমার কুমিরাশ্রু-ই সম্বল।
হাত হয়েছে আকাশ মুঠো
সামনে দাঁড়িয়ে পঞ্চক
আঙ্গুলে আঙুল ছুঁয়ে নির্ভীক চোখ
এখন সময় মনের আলোয় রাস্তা চেনা হোক।