চোখাচোখি হলো গাছেদের সঙ্গে
ছুঁয়ে দ‍্যাখা হলো শিকড়

কোথায় দাঁড়াবো একা একা
তুমি কী মিথ্যে মিথ্যে বলেছিলে পথ
আকাশের নিচে রাতের বুকে নক্ষত্র  উজ্জ্বল

আমার  সব আশা মৃত
মরা ফড়িঙের  ডানার মতো
হাওয়ার চেয়ে হালকা বর্ণহীন

বুকে হাত দিয়ে বলো নিঝুম রাত
তোমার কথা মিথ্যে নয়; শুধু এই টুকুই ---
ভালবাসা কথাটার ঘরে জেগে আছে তারারা
সাক্ষী দুজন দুধারে অভিমান আড়াল কোরে

ভুলে গ‍্যাছো আমাদের চারপাশে
কত কিছু ছিল
ভালোবাসা
বিশ্বাস
কথার মালা
রাস্তা
ধুলোবালি
ঘাসপাতা
নদী
পাখি
প্রথম দিনের চোখাচোখি
নরম ঘাসে বসা মুখোমুখি
মাটির সঙ্গে শুয়ে থাকা
মহুয়ায়  ভিজে তুমি বলেছিলে:
আমাদের ঘর হবে সংসার
বৃষ্টি ভেজা দিন
শীতের রোদ
আমাদের সুখের দিন

কথা থাকে। থেকে যায় আজন্ম।
এই তুমি বলতে  ছাব্বিশে জানুয়ারি মানে
শুধু স্যালুট বা প‍্যারেড নয়
শক্তির মহড়া নয়
বারুদের গন্ধ ভরা আকাশ নয়
ছাব্বিশে জানুয়ারি ভারতবাসীর দিন
মানুষের দিন
ভালবাসার স্বপ্ন ও আশার

তোমার জন্য কান্না পাচ্ছে খুব
আজ---