সময় ডুবে গলা জলে
স্রোত ছিঁড়ে খায় বাঁধ
যোজন দূরে নক্ষত্র দ্যাখে
হাত ছুঁয়ে বন্ধুর হাত।
মাথা নুয়ে সুপুরির সারি
জলের গভীরে মুক্তি পথ
দড়ি ধরে ভক্ত টানে
যুগে যুগে দেবতার রথ।
মনে মনে বিশ্বাস বেঁচে
জীবিত সাক্ষী আদিম ধ্রুবতারা
আদম শরীরে আগুন জ্বলে
তবুও ভাঙ্গে মানুষের শিরদাঁড়া।
প্রতি মুহূর্তে ঢেউ ওঠে
সন্ধ্যা নামায় দুঃখ ও সুখ
ঈশ্বর অন্ধকারে ঝুঁকে
স্বচক্ষে দ্যাখেন মিথ্যার মুখ।