মাঝে মাঝে
সমস্ত নিয়ন্ত্রণ লঙ্ঘিত হয়
শরীরের ঘরে
মাঝে মাঝে
নিজেকে ঠিক বুঝে না উঠতে পেরে
অনেক কিছু পুরনো স্মৃতি পেড়ে ফেলি
মাঝে মাঝে
নিজেকে খুঁজতে বেরিয়ে পড়ি
দৈনিক কাজের ফাঁকে
মাঝে মাঝে
নিজেকে হারিয়ে ফেলি নিজের কাছে
কেউ কেউ খুঁজে দেবে বলে বিশ্বাস রাখি
মাঝে মাঝে
দেখি ভেসে যায় অনেক কিছু কাগজের নৌকোর মতন সমস্ত হাতছানি নিজের মধ্যে লুকিয়ে
মাঝে মাঝে
নিজের এ দেহ আকাশ
বৃষ্টি হবার আগে সবার
মাঝে মাঝে
সূর্যের তেজ নিয়ে জীবন এগিয়ে আসে
শেষ কথা বলার আগে
দ্যাখে একটু একটু করে হাঁফ ছাড়ছে আগুন---
------------:-------------