সূর্য  চলে গেছে কুরুক্ষেত্র ছেড়ে যুদ্ধসাজ খুলে
অভ্যাঘাতে  নক্ষত্রেরা অপেক্ষায় নুয়ে আছে
মানুষের স্বপ্ন অতীন্দ্রিয় দীর্ঘশ্বাস ছুঁয়ে  মাথার  ওপর উঠে আসে চাঁদ
ভয় জড়িয়ে জ‍্যোৎস্নার শরীর নেমে আসে
রাত পাখির ডানায়
অনন্তকাল অপেক্ষা নিয়ে আছে কালপুরুষ
কোমর বেঁধে তৈরি নতুন  দিন  সোনালী ধান মাঠের ঘাস আর ভোরের শিশির

লাঙলের ফাল-এ  সীতা তুলে হারাতে চায় রাক্ষস
সেনাদের

বৈতালিক গল্প শুরু হওয়ার আগে পোড়া মাটির রং শুষে নেয় পোলিও জীবন

অবশেষে চোখ খুলে দেখি
শ্রেণীশত্রু ধ্বংসযজ্ঞে  সঙ্গীহীন
এমনই  সত্যি মিথ্যের কুয়াশা সরিয়ে
ঘুরে দাঁড়ায় আমাদের আগামী দিন।